সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ গ্রেফতার ২

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ):
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১০ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২১ মামলার আসামিসহ চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নাদির ওরফে নাদিরা (৩৬) ও মো. রোকন আলী (২৭)।

ওসি মশিউর রহমান বলেন, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন, নূর আলম ও রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ ছিনতাইকারী নাদিরাকে গ্রেফতারের জন্য সানারপাড় নিমাইকাশারী এলাকায় অভিযান চালান। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীসহ নাদিরাকে গ্রেফতার করতে সক্ষম হন।

ওসি আরেও জানান, গ্রেফতার আসামিরা দুজনই চিহ্নিত ছিনতাইকারী। নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ কয়েকটি থানায় দস্যুতা, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।