কুয়াকাটায় ২৯৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:১০ পিএম, ১০ নভেম্বর ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধে গড়ে ওঠা ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান ও নৈঈম উদ্দিনের নেতৃত্বে জিরো পয়েন্ট এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় মহিপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

jagonews24

এর আগে গত এক সপ্তাহ ধরে মাইকিং করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কয়েকজন নিজ নিজ স্থাপনা সরিয়ে নিলেও অনেকেই নেননি। পরে আজ সকালে এগুলো গুড়িয়ে দেওয়া হয়।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইকবাল মেহেরাজ জাগো নিউজকে বলেন, কুয়াকাটায় আমরা মোট ২৯৩ জন অবৈধ দখলদারকে যথাযথ আইনি প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দিয়েছি অনেক আগেই। এরপরে তাদের এ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময় পরেও অনেকে স্থাপনা সরিয়ে নেননি। তাই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইসি প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করেছি।

jagonews24

তিনি আরও বলেন, আমাদের এ প্রক্রিয়া চলমান রয়েছে। কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় দুপাশে এক কিলোমিটার আওতাধীন উচ্ছেদের পরে টেকসই বেড়িবাঁধের কাজ হাতে নিবে পানি উন্নয়ন বোর্ড।

পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হইবে।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।