দিনাজপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১০ নভেম্বর ২০২২

দিনাজপুরের চিরিরবন্দরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে পুলিশ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৃহবধূর করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীর ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- দিলীপ রায় (২৩), সোহেল রানা (২৫), নুর আলম (২২) ও মিজানুর রহমান (২৮)।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে ভুক্তভোগী উপজেলার রানীপুর ডাঙ্গাপাড়া এতিমখানায় ইসলামী মাহফিল শোনার জন্য যান। সেখানে মিজানুরের সঙ্গে দেখা হয়। মিজানুরের সঙ্গে তিনি রাণীরবন্দর চুলের ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত সেই সুবাদে তার সঙ্গে আগেই পরিচয় ও সম্পর্ক ছিল। পরে মিজানুর প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুতি নিলে আসামি দিলীপ রায়, সোহেল রানা ও নুর আলম তাদের আটক করে। এসময় কৌশলে মিজানুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরে ওই তিনজন ভুক্তভোগীকে ভয়-ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরেরদিন ভুক্তভোগী নিজেই চিরিরবন্দর থানার মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা ওসি বজলুর রশিদ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজন আসামিকেই গ্রেফতার করেন।

এমদাদুল হক মিলন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।