হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগীসহ আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ নভেম্বর ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীসহ তিন নারী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন হাসপাতালে ভর্তি রোগীরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মনোয়ারা খাতুন, তার মেয়ে সুমি আক্তার ও ফুলজান বেগম। 

আহতদের মধ্যে সুমিকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আহত অন্য দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগীসহ আহত ৩

মনোয়ারার স্বামী আমিরুল ইসলাম বলেন, বুধবার বিকালে মনোয়ারাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। রাতে আমার মেয়ে সুমি খাতুন ও ভাইয়ের স্ত্রী ফুলজান বেগম তাকে দেখতে আসেন। রাতে রোগীর বেডের পাশে মেজেতে তারা শুয়ে ছিলেন। হঠাৎ সকাল ৭টার দিকে ছাদের পলেস্তারা খসে তাদের শরীরের ওপর পড়ে।

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগীসহ আহত ৩

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাজহারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হঠাৎ করে মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন। এছাড়া বড় কোনো সমস্যা হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কেন এমন হল তা ঠিক বলা যাচ্ছে না।

আব্দুল্লাহ আল মাসুদ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।