একসঙ্গে জন্ম নেওয়া ৩ নবজাতকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতক মারা গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার চারাখালি গ্রামে দুজন ও দুপুরে একজন মারা গেলে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে বাবার বাড়িতে তিন সন্তান প্রসব করেন নাজমিন বেগম। জন্মের পর থেকে অসুস্থ হলেও চিকিৎসা করাতে পারেন নি তিনি। পরে বৃহস্পতিবার সকালে তিন নবজাতককে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মরিয়ম বেগম।
স্থানীয়রা জানান, নাজমিন বেগম ওই গ্রামের হারুন জোমাদ্দারের মেয়ে। তিনি পিরোজপুরের হুলারহাটের মৃত সোবাহানের ছেলে রিকশাচালক ইউনুছ হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। স্বামী তার কোনো খোঁজ খবর নিতেন না। পরে মঙ্গলবার রাতে তিন সন্তান প্রসব করেন তিনি। মারা যাওয়া ওই তিন নবজাতকের নাম রাখা হয়েছিল- খলিলউল্লাহ, ইমাম ও আব্দুর রহমান।

সংরক্ষিত নারী ইউপি সদস্য মরিয়ম বেগম জানান, নাজমিন বেগমের স্বামী খোঁজ খবর না নেওয়ায় পঙ্গু বাবা হারুনের সংসারে চার বছর বয়সী লিমাকে নিয়ে থাকতেন নাজমিন। আর্থিক সংকটের কারণে বাড়িতে তিন সন্তান প্রসব করেন তিনি। অর্থাভাবে চিকিৎসকের কাছেও যাননি তিনি।
আতিকুর রহমান/আরএইচ/জেআইএম