৩২ বছর আগের হত্যা মামলায় সাবেক মেয়রসহ ৮ আসামি কারাগারে
কক্সবাজারের মহেশখালীর চাঞ্চল্যকর খাইরুল আমিন সিকদার হত্যার ৩২ বছর পর বিচার প্রক্রিয়া সমাপ্তের উদ্যোগ চলছে। ২৪ নভেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর অংশ হিসেবে মামলায় অভিযুক্ত সাবেক মেয়র ছরওয়ার আজমসহ ৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। এমনটি জানিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি মোজাফফর আহমদ হেলালী।
তিনি জানান, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, কক্সবাজার জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা মহেশখালীর খাইরুল আমিনের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি সাবেক মেয়র সরওয়ার আজম, তার ভাই উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভী জহির উদ্দীন, নাছির উদ্দীন, ইব্রাহিম ও সাবেক চেয়ারম্যান শামসুল আলমসহ মামলার ১৪ জনের মধ্যে আট আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘ ৩৩ বছর আগের আলোচিত খাইরুল আমিন হত্যা মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর রায়ের দিন ধার্য ছিল ১০ নভেম্বর। আগে বেশ কয়েকবার রায়ের তারিখ পিছিয়েছিলেন আদালত। আসামিদের কারাগারে পাঠানোর পর ২৪ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ধার্য করা হয়েছে।
১৯৯০ সালের ৯ এপ্রিল রমজানে দিনে-দুপুরে গোরকঘাটা চৌরাস্তার মোড়ে একটি ওষুধের ফার্মেসিতে বসা অবস্থায় খাইরুল আমিন সিকদারকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরপর মামলা হলে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তা ২০০২ সালে বিচারের জন্য আদালতে যায়।
সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস