শরীয়তপুরের সঙ্গে ফরিদপুরের বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১১ নভেম্বর ২০২২
টার্মিনালে বন্ধ আছে শরীয়তপুর-ফরিদপুর সড়কে চলাচলকারী বাস

শরীয়তপুরের সঙ্গে ফরিদপুরে দুদিনের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে ফরিদপুরে কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি আসেওনি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফলে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা।

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. আমীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. বাচ্চু ব্যাপারী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, ফরিদপুর জেলা বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডেকেছে। তাই শরীয়তপুর থেকে ফরিদপুর শুক্র ও শনিবার সব ধরনের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। মূলত নসিমন-করিমন, থ্রি হুইলার, ভটভটি বন্ধের প্রতিবাদে দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ফরিদপুর বিএনপির গণসমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধ রাখার জন্য সরকারের পক্ষ থেকে কেউ চাপ দেননি বলে জানান জানিয়েছেন মালিক সমিতির এ দুই নেতা।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম নাসির উদ্দীন কালু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ অভিযোগ করে বলেন, ‘নেতাকর্মীরা যাতে ফরিদপুর সমাবেশে যোগ দিতে না পারেন, তাই পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমাদের ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।’

তারা আরও বলেন, ‘কোনো অপকৌশলই সফল হবে না। ফরিদপুরে জনসমাগম মহাসমুদ্রে পরিণত হবে।’

মো. ছগির হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।