ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১১ নভেম্বর ২০২২

ঝিনাইদহ সদরের হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গোয়ালপাড়া বাজারে আরেক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

হাটগোপালপুরে নিহত কায়ুম ফকির (১৭) বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের শহর আলী ফকিরের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রাক মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিল। হাটগোপালপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হেলপার কায়ুম ফকির মারা যায়।

অন্যদিকে সকাল ১০টার দিকে ঝিনাইদহ থেকে একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। গোয়ালপাড়া বাজারে পৌঁছালে বাসের চাকা ফেটে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়ালপাড়া বাজারে দুর্ঘটনায় পর প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।