নিখোঁজের নয়দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের নয়দিন পর ধানক্ষেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু নাইম ওই ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি নাইম। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ৫ নভেম্বর রাতে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার দুপুরে ধানক্ষেতে একটি গলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে নাইমের স্বজনেরা মরদেহটি শনাক্ত করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেএস/এএসএম