টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:০৬ এএম, ১৩ নভেম্বর ২০২২

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি গুলি এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতার আবদুল আমিন জিসান (২৫) টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়ার মোহাম্মদ ইউনূসের ছেলে।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।

তিনি বলেন, এক যুবক অবৈধ অস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে কোনো অপরাধের সংঘটনের উদ্দেশ্যে যাচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেল আরোহী আব্দুল আমিন জিসানকে থামিয়ে তল্লাশির পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অস্ত্র নিয়ে সে কোথায় যাচ্ছিল বা অন্য কোনো সহযোগী আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে, যোগ করেন ওসি।

সায়ীদ আলমগীর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।