ঝিনাইদহ জেলা আ’লীগের সম্মেলন: খণ্ড খণ্ড মিছিলে আসছেন নেতাকর্মীরা
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। এ উপলক্ষে রোববার (১৩ নভেম্বর) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এদিকে, সম্মেলন শুরু আগেই সম্মেলনস্থল ও আশপাশের এলাকা ছেয়ে গেছে নেতাকর্মীদের ব্যানার-পোস্টারে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় আরও অনেক নেতার এতে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার কর হয়েছে।
জেলা কমিটির সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বর্তমান সভাপতি আব্দুল হাই, সিনিয়র নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার ও আজিজুর রহমান। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অশোক ধর ও আক্কাচ আলীর নাম শোনা যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল করি মিন্টু বলেন, কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত হবেন। আমাদের সম্মেলন সফল করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকসহ পুলিশ বাহিনী কাজ করেছে।
সর্বশেষ ২০১৫ সালের মার্চ মাসে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এমএস