জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৪ নভেম্বর ২০২২
ফাইল ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই বেলাল হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তার চাচাতো ভাই আল আমিনের বাড়িতে থাকতেন। সোমবার সকালে বড় ভাই নুরুল বেলালের ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নুরুলকে আটক করে পুলিশ দেয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।