জ্বালানি উৎপাদনে একসঙ্গে কাজ করবে সিসিক-ওয়েস্ট মিডল্যান্ডস সিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৬ নভেম্বর ২০২২

নাগরিক সেবার মানোন্নয়নে এক সঙ্গে কাজ করতে চায় সিলেট সিট করপোরেশন (সিসিক) ও যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস সিটি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলা, প্রকৃতিকে অক্ষত রেখে আধুনিক নগরায়ন, শিক্ষা, জ্বালানি উৎপাদনে বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ে উভয় সিটি কাজ করতে আগ্রহ দেখিয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) নগর ভবনে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস সিটির মেয়র এন্ডি স্ট্রিটকে সংবর্ধনা দেয় সিলেট সিটি করপোরেশন। অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে ওয়েস্ট মিডল্যান্ডস সিটির মেয়র এন্ডি স্ট্রিটের নগর উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

jagonews24

এসময় সিলেট সিটি করপোরেশন ও ওয়েস্ট মিডল্যান্ডস সিটির মধ্যে সিস্টার সিটি করার প্রস্তাব দেন সিসিক মেয়র। প্রস্তাবে সম্মতি দিয়ে শিগগিরই দুই সিটির মধ্যে সমঝোতা স্মারক সইয়ে সিদ্ধান্ত নেন। আলোচনায় নাগরিক উন্নয়ন বিষয়ক নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণা, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, সিসিকের শিক্ষা বিষয়ক প্রধান পরামর্শক অধ্যাপক মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি প্রমুখ।

ছামির মাহমুদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।