রাজাপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১০:১৫ এএম, ১৬ নভেম্বর ২০২২

ঝালকাঠির রাজাপুরে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসের সামনে হয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের পিছন দিয়ে উত্তর-পূর্ব কোন পর্যন্ত রাস্তা নির্মাণে এ ঘটনা ঘটে।

অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের বাউন্ডারির মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৪ লক্ষ ৩ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে ৫২০ মিটার রাস্তা নির্মাণে দায়িত্ব দেওয়া হয় সিরাজ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

ওই রাস্তা ব্যবহারে সুবিধাভোগী কাজী শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, রাস্তাটি উপজেলা পরিষদ বাউন্ডারির ভিতরে। তবে প্রায় শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা এটি। রাস্তাটি মাটির হওয়ায় বর্ষা মৌসুমে আমাদের চলাচলে খুবই কষ্ট হয়। এসময় প্রায়ই পানি উঠে যায় রাস্তাটিতে। তাই আমাদের কষ্ট লাঘবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন এ প্রকল্পটি পাস করান। এর দায়িত্ব পায় সিরাজ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে মাটির রাস্তায় খরচ ও কষ্ট বেশি দেখে কাজ করতে অনিহাপ্রকাশ করে তারা।

তিনি আরও বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পিছন দিয়ে উত্তর-পূর্ব কোনের রাস্তাটুকু না করতে কর্তৃপক্ষকে ম্যানেজ করে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে রাস্তা করতে বাধ্য হলেও চুক্তি অনুযায়ী রাস্তার কাজ হচ্ছে না। এমনকি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার। রাস্তার বেড কাটার পরে নাম মাত্র বালু ও খোয়া ব্যবহার করে সাববেইজ নির্মাণ করা হয়েছে।

এ ব্যপারে ঠিকাদার মো. সিরাজ বলেন, উপজেলা পরিষদের কাজ, এখানে কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।

উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, রাস্তা যতটুকু চওড়া ধরা আছে ততখানি করা যাবেনা। স্থানীয় মানুষ কোথায় কি কাজ কিভাবে করতে হবে তা বুঝে না। যার বাড়িতে ইট নেই তারা ইট নিয়ে অভিযোগ করে। যারা জীবনে পাপস দেখে নাই তারা পাপস নিয়ে অভিযোগ করে। এসব কথা কানে তোলা যাবেনা। ঠিকাদার যতটুকু কাজ করবে ততটুকুরই বিল পাবে।

আতিকুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।