চাঁপাইনবাবগঞ্জে আম চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৬ নভেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আম চুরির অভিযোগে শুকুদ্দি (৫৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার কথা জানা গেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শুকুদ্দি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আম বাগানে চুরি করতে আসেন শুকুদ্দি। পরে বাগানের পাহারাদার আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারধর করে আটকে রাখেন। এক পর্যায়ে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোহান মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।