নাটোরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৭ নভেম্বর ২০২২

নাটোরে অস্ত্র মামলায় আলতাফ সরকার (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে জেলার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আলতাফ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারের আবুল হোসেনের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মজিবর রহমান জানান, ২০২১ সালের ২৫ জুন সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার কয়েন-দোগাছি সড়ক থেকে আলতাফ হোসেনকে একটি পিস্তলসহ আটক করে র্যাব। র্যাবের উপ-পরিদর্শক ইমরোজ ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে বড়াইগ্রাম থানার তদন্ত কর্মকর্তা সত্যব্রত সরকার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।