প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৭ নভেম্বর ২০২২

বগুড়ার ধুনটে প্রেমে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দৃশ্য মোবাইলফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করেছেন।

ওই স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ২ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্র পলাতক।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াহাটা গ্রামের এক দিনমজুরের মেয়ে (১৫) স্থানীয় এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। ওই ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয় প্রতিবেশীর ছেলে একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র (১৬)। প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীর ওপর সে ক্ষুব্ধ হয়ে ওঠে।

এ অবস্থায় গত ৮ নভেম্বর বিকেল ৪টার দিকে ওই ছাত্রের বাড়ির পাশের রাস্তা দিয়ে স্কুল থেকে নিজের বাড়িতে ফিরছিল ভুক্তভোগী ছাত্রী। এ সময় স্কুলছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেয় সে। একপর্যায়ে টিনের তৈরি বাথরুমে নিয়ে গিয়ে প্রেম নিবেদন করে। এতে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে।

এ সময় ওই ছাত্রের দুই বন্ধু বাথরুমের ভাঙা বেড়ার ছিদ্র দিয়ে শ্লীলতাহানির দৃশ্য মোবাইলফোনে ধারণ করে। পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে তারা।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা করেন। বুধবার (১৬ নভেম্বর) বগুড়া আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয় ভুক্তভোগী স্কুলছাত্রী।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত স্কুলছাত্র পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।