শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০২২

শরীয়তপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে ‘ব্রাজিল ফ্যান ক্লাব’। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

শোভাযাত্রায় ৪০০ মোটরসাইকেল ও ১৮টি ট্রাক-পিকআপে দেড় হাজার মানুষ অংশ নেয়।

saruatpur-(1).jpg

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক সোহাগ মোল্লা বলেন, খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে এ আয়োজন।

জাকির হোসেন নামের আরেক ব্রাজিল সমর্থক বলেন, কাতার বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছি। মেতে ছিলাম আনন্দ উৎসবে। ব্রাজিল দলের সবার খেলাই ভালো লাগে। তবে বেশি ভালো লাগে নেইমারের খেলা।

saruatpur-(1).jpg

আয়োজক কমিটির সদস্য বিএম ইস্রাফিল জানান, ২৫ নভেম্বর ব্রাজিল দলের খেলা। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা করেছি।

মো. ছগির হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।