২০০ ফুট পতাকা নিয়ে গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৮ নভেম্বর ২০২২
২০০ ফুট পতাকা নিয়ে মিছিল করেন সমর্থকরা

কাতার বিশ্বকাপ শুরুর আগে উন্মাদনায় কাঁপছে সারাদেশ। পছন্দের দলের পতাকা বানিয়ে কেউ বাড়িত টানাচ্ছেন আবার কেউ মিছিল বের করছেন। তেমনি ২০০ ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘উড়ছে পাখি দিচ্ছে ডাক, আর্জেন্টিনা এবার নিবে কাপ’ শ্লোগানে মুখরিত ছিল। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় চার শতাধিক সমর্থক অংশ নেন।

jagonews24

সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ২০০ ফুট লম্বা একটি আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ব্যানার, বাঁশি, ফেস্টুন ও জার্সি পরিহিত ছিলেন।

সমর্থকরা জানান, আর্জেন্টিনা বরাবরই জনপ্রিয় ফুটবল দল। তবে গত বিশ্বকাপের চেয়ে এবারের স্কোয়াড অনেক ভালো। এবারের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।

আসিফ নামের এক সমর্থক বলেন, ‘প্রিয় দলকে ভালোবেসে আনন্দ মিছিলে এসেছি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।’

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।