ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২০ নভেম্বর ২০২২

ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় রোববার (২০ নভেম্বর) ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা
হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের কমলাপুরের কুঠিবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নিতীশ রঞ্জন ঘোষ ওরফে নিকো রানা (৩৮) নামের এক ব্যক্তির ঘর থেকে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিতীশ রঞ্জন ঘোষ পালিয়ে যায়।

তিনি আরও বলেন, নিতীশ রঞ্জন ঘোষ অস্ত্র ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। নিতীশ ঘোষকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।