গাইবান্ধায় ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২
ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে সাইফুল ইসলাম বাবু (৩২) নামের এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর (কারিপাড়া) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম উপজেলার ঢোলভাঙ্গা বাজারের মুকুল মণ্ডলের ইটভাটায় শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে বাড়ি থেকে ইটভাটায় কাজের উদ্দেশ্য বের হয়। সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় মাফলার পেঁচানো অবস্থায় তাকে দেখতে পায় স্বজনরা। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি মামলা হয়েছে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।