মেয়াদহীন-নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২

নওগাঁয় মেয়াদহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।

মেয়াদহীন-নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

তিনি বলেন- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে সম্পর্ক স্টোরকে ১০ হাজার টাকা এবং সিরাজ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদহীন-নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

এসময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক ও পুলিশ লাইনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।