মেহেরপুরে মাদকসহ কারবারি আটক
মেহেরপুরের গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ রনি হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে কাজিপুর ব্রিজ বাজারের অটো স্ট্যান্ডের সামনে থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবাসহ তাকে আটক করা হয়। রনি হোসেন কাজিপুর খন্দকারপাড়ার প্রয়াত দুলাল হোসেনের ছেলে।
মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাজিপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবাসহ রনি হোসেন নামের এক যুবককে আটক করা হয়।
আটক রনি হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
আসিফ ইকবাল/এমআইএইচএস