নিখোঁজ শিশুর সন্ধান দিলো রুটি

ফরিদপুরের সালথায় রুটির সূত্র ধরে হেদায়েত মুন্সি (৬) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
হেদায়েত মুন্সি উপজেলার ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী ইনামুল মুন্সির ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মায়ের সঙ্গে পাশের বাড়িতে যায় হেদায়েত মুন্সি। ওই বাড়ি থেকে তাকে রুটি খেতে দেওয়া হয়। এরপর হঠাৎ সে নিখোঁজ হয়। তাকে খুঁজতে প্রথমে এলাকায় মাইকিং করা হয়। একপর্যায়ে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় হেদায়েতের হাতে থাকা রুটি পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
পরে পুকুরে খেপলা জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন স্থানীয়রা। সালথার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানিতে নেমেও তাকে খুঁজে পাননি। দুপুর ২টার দিকে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস