দাখিল
সারাদেশে দ্বিতীয় ঝালকাঠির এনএস কামিল মাদরাসা
এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদরাসা বোর্ডে দ্বিতীয় স্থান দখল করেছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা। মাদরাসাটি থেকে এবছর ৩৪২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এতথ্য জানা গেছে।
ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মাদরাসা থেকে এবার বিজ্ঞান ও মানবিক বিভাগে ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ১০২ জন অংশ নিয়ে ৯০ জন জিপিএ-৫ পেয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশের মাদরাসাগুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম এবং সামগ্রিক বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা।
আতিকুর রহমান/এসআর/এএসএম