মাদারীপুরে বোমা বিস্ফোরণ মামলায় কারাগারে সাবেক চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৮ নভেম্বর ২০২২
পুলিশের গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সর্দার

বোমা বিস্ফোরণ মামলায় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বিকেলে মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুরে মিলন সর্দারকে মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ থেকে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. মারগুব তৌহিদ জাগো নিউজকে বলেন, ২০ নভেম্বর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকার বাসিন্দা রেজাউল মোল্লার অটোরিকশার ওপর বোমা বিস্ফোরণ ঘটান সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সর্দারসহ তার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন। ২২ নভেম্বর পুলিশের কাজে বাধা ও বোমা বিস্ফোরণ আইনে দুটি মামলা করেন থানার এসআই মিলন মিয়া। ২৩ নভেম্বর খোকন মোল্লা বাদী হয়ে মিলন সর্দারকে এক নম্বর আসামি করে আরও একটি মামলা করেন।

পরিদর্শক মারগুব তৌহিদ আরও বলেন, পৃথক তিনটি মামলায় মিলন সর্দার আসামি ছিলেন। তবে পুলিশের করা দুটি মামলায় তিনি উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন। কিন্তু খোকন মোল্লার মামলায় জামিন না থাকায় রোববার রাতে ঢাকার উত্তরায় নিজভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।