স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ৩০ নভেম্বর ২০২২
প্রতীকী ছবি

কক্সবাজারে স্ত্রী হত্যায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ছৈয়দ হোসেন কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং লম্বাঘোনা এলাকার মৃত সোনা আলীর ছেলে।

পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ২০১৭ সালে ১ জুন উখিয়ার ভালুকিয়া পালং এলাকায় স্বামীর হাতে নির্মমভাবে খুনের শিকার হন মানজুরা বেগম (২৭) নামের গৃহবধূ। এ ঘটনায় নিহতের বাবা মোকতার আহম্মদ বাদী হয়ে ছৈয়দ হোসেনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। উখিয়া থানার তৎকালীন এসআই আনিসুর রহমান মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২১ ডিসেম্বর আদালতে চার্জশিট দেন। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।