ডুলাহাজারা সাফারি পার্ক

বাহাদুরের মৃত্যুর ৪৯ ঘণ্টা পর মারা গেলো ‘রঙমালা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৬ এএম, ০১ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের পুরুষ হাতি ‘সৈকত বাহাদুর’ মারা যাওয়ার ৪৯ ঘণ্টার মাথায় মারা গেছে নারী হাতি ‘রঙমালা’। বয়সের ভারে ন্যুজ হয়ে অসুস্থ হাতিটি ৮৬ বছর বয়সে মারা গেছে বলে জানিয়েছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাফারি পার্কে রক্ষিত হাতি বেষ্টনীতে রঙমালার মৃত্যু হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, পার্কের রক্ষিত বেষ্টনীতে পালিত রঙমালা হাতিটির বয়স হয়েছে প্রায় ৮৬ বছর। বয়সের ভারে শারীরিক অসুস্থতায় ভুগছিল হাতিটি। তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার সন্ধ্যায় রঙমালা অকস্মাৎ মারা গেছে। এ ঘটনায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ডুলাহাজারা সাফারি পার্কে থাকা হাতি (নারী) রঙমালা বয়সের ভারে শারীরিক অসুস্থ হলে গত ২২ ফেব্রুয়ারি পার্কের রেঞ্জ কর্মকর্তা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে চিঠি লিখে বিষয়টি জানান। পরে ২৪ ফেব্রুয়ারি হাতিটির সুচিকিৎসার্থে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়।

মেডিকেল টিমে ছিলেন ভেটেরিনারি এবং বন্যপ্রাণী বিভাগের মেডিসিন ও সার্জন (সভাসু) অধ্যাপক ডা. বিবেক চন্দ্র সূত্রধর, অধ্যাপক ডা. ভজন চন্দ্র দাশ, প্রাণিসম্পদ বিভাগের পরিচালক (অবসরপ্রাপ্ত) ডা. মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী ও ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন।

গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা গত ২৮ ফেব্রুয়ারি সরেজমিন গিয়ে সব প্রাণির শারীরিক অবস্থা তদারক করেন। পরে অসুস্থ রঙমালার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। সেই থেকে অদ্যাবধি রঙমালার চিকিৎসা চলছিল। এরপরও রঙমালাকে আর সারিয়ে তোলা যায়নি।

এর আগে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পালিত ৩২ বছর বয়সী বন্যহাতি সৈকত বাহাদুর সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে মারা যায়। পার্কের বেষ্টনীর ভেতরে খাবার খেতে খেতে অকস্মাৎ হাতি মারা যায় বলে জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম। এর ৪৯ ঘণ্টার মাথায় মারা গেলো আরেক হাতি রঙমালা।

সায়ীদ আলমগীর/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।