ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পয়েন্টে পয়েন্টে পুলিশের তল্লাশি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সরেজমিন এ চিত্র দেখা গেছে।
সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক, সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনাঘাট টোল প্লাজায় তিনটি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রী ও চালকরা কে, কোথায় যাচ্ছে তা জানতে চান। বাসে যাত্রীদের ব্যাগ, ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করা হচ্ছে।
তবে কোনো পয়েন্টেই তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এ সময় কোনো যানবাহনকে দীর্ঘক্ষণ থামিয়ে রাখা কিংবা কোনো যাত্রীকে নামিয়ে দিতে দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তুলনামূলক যানবাহনের চাপও ছিল কম।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের একটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। নাশকতার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করছে কি না সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের তল্লাশি চলবে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, আমাদের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই নিয়মিত রুটিন হিসেবে এই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, যানবাহনে অবৈধ মালামাল বা থাকতে পারে। তাই সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আমাদের তল্লাশি চলছে। তবে এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ তৎপর।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম