ঝিনাইদহ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, এখানে বিএনপি-আওয়ামী লীগ পৃথকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছিল। কিন্তু হঠাৎ করে ১০ তারিখের সমাবেশকে ঘিরে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে তারাই আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে হামলার ঘটনা ঘটিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিকট শব্দ শুনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যায় পুলিশ। কার্যালয়ে উত্তর ও পশ্চিম পাশে চারটি ককটেল বিস্ফোরণ করা হয়। এসময় পড়ে থাকা আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস