সিদ্ধিরগঞ্জে বড় পর্দায় দেখা যাবে না ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন জায়গায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর কথা থাকলেও তা নিষিদ্ধ করেছে পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এরআগে দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশ দেন পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, বড় পর্দায় খেলা দেখাকে কেন্দ্র করে বিভিন্ন স্পটে অনেক মানুষ জমায়েত হয়। এসব স্পটে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেজন্য নিরাপত্তা আরও জোরদার করতেই বড় পর্দায় খেলা দেখা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে রাত ৯টায় ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং রাত ১টায় দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।