সাবেক এমপি গিয়াসের বাড়িতে পুলিশের ফের ‘অভিযান’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দীনের বাড়িতে ফের অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। দুপুরে অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সেই ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরা ১৭-১৮ জন গিয়াস উদ্দিনের সিদ্ধিরগঞ্জের বাড়ি ‘মুক্তিযোদ্ধা নিবাসের’ গেটে অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘রাত ১১টার দিকে পুলিশ এখানে আসে। ঘণ্টাখানেক সময় তারা অবস্থান করেন। পুলিশ দেওয়াল টপকে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। আমার নামে কোনো মামলা বা কোনো ওয়ারেন্ট ইস্যু নেই। বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় অভিযান চালিয়ে ১০ ডিসেম্বরের সমাবেশকে নস্যাৎ করতে চাইছে তারা। যতো বাধা বিপত্তি আসুক না কোনো আমরা আগামীকালের সমাবেশ সফল করবোই।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জাগো নিউজকে বলেন, যেকোনো নাশকতা এড়াতে বিএনপি নেতা গিয়াস উদ্দীনের বাড়ি ছাড়াও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছি। তবে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
এর আগে ২ ডিসেম্বর দিনগত রাতে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়েছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/এএসএম