নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে পুলিশ
ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে লাগোয়া জেলা নারায়ণগঞ্জ শহরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে আছে পুলিশ। শহরের মূল পয়েন্ট চাষাঢ়া এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন আছে। একইসঙ্গে বিভিন্ন মোড়েও পুলিশের অবস্থান আছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। ক্ষণে ক্ষণে শহরজুড়ে চলছে পুলিশের মহড়া।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় তিন চাকার যানে চলাচল করছেন মানুষ। তবে কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। যে যার মতো গন্তব্যস্থলে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় আমাদের চেকপোস্ট আছে। আমরা সতর্ক অবস্থায় আছি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জাগো নিউজকে বলেন, আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুরো নারায়ণগঞ্জে প্রায় সাড়ে ৮ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও আছে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম