মেহেরপুরে বিস্ফোরক মামলায় যুবদল নেতা গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক আইনে করা মামলায় বেলাল হোসেন (৩৮) নামে এক সাবেক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে বেলালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাংনী শহরে একটি মিছিল বের করে। এসময় গাংনী সরকারি মাছের হ্যাঁচারির কাছে ককটেল বিস্ফোরণ করা হয়।
ওসি বলেন, ওই সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। আর মিছিলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপিকে দায়ী করেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরে ওই রাতেই মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জান শিপু বাদী হয়ে বিস্ফোরক আইনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় বেলাল গ্রেফতারকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এমআরআর/এএসএম