জমির কাটা ধান দেখতে গিয়ে ফেরেননি, মিললো ক্ষতবিক্ষত মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ১১:২৬ এএম, ১২ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আশরাফুল ইসলাম (৪৭) নামের এক বর্গাচাষির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে বেগমপুর মাঠে বর্গা নেওয়া জমি থেকেই তার মরদেহটি উদ্ধার করা হয়। আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে আশরাফুলের স্ত্রী প্রতিবেশীদের সঙ্গে হামিকমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিলে যায়। তার ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকের। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে বর্গা নেওয়া জমি থেকে তার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, রোববার সন্ধ্যার কিছু আগে সাতকুড়ি এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলাম। রাতে ওয়াজ শুনে মেয়ের বাড়িতেই ছিলাম। সকালে প্রতিবেশীদের খবরে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই।

এলাকাবাসী আব্দুর জলিল বলেন, আশরাফুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। এলাকার কারো সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। রাতে একসঙ্গে আমরা মসজিদে নামাজ পড়েছি। সকালে শুনি তাকে কে বা কারা হত্যা করে মরদেহটি ধানের জমিতে রেখে গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মো.মাহাবুর রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।