পঞ্চগড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পতাকা মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

পাচারকারী ও ঋণখেলাপিদের কাছ থেকে টাকা উদ্ধার, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে পঞ্চগড়ে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ধাক্কামারা এলাকা থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাংলা মোড়ে এসে শেষ হয়।

Lal-(2).jpg

পরে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সিপিবি পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আব্দুল হান্নানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দাবি করে বক্তারা বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চাহিদামতো খরচ করতে পারছেন না। একটি পক্ষ দেশের অর্থ বিদেশে টাকা পাচার করছে। সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না। অচিরেই পাচারকারী ও ঋণখেলাপিদের কাছ থেকে টাকা উদ্ধার ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।

সফিকুল আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।