নরসিংদীতে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

নরসিংদীর মাধবদী উপজেলায় প্রায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার।

নরসিংদী তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক মাসুদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত এক যুগ ধরে নরসিংদীর মাধবদী থানা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সীমান্তবর্তী অঞ্চলে অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিল। একাধিকবার এসব সংযোগ প্রাথমিকভাবে বন্ধ করা হলেও কিছুদিন পর পুনরায় চালু হয়েছে।

তিতাসের এ কর্মকর্তা বলেন, এবার স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে যেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তার ফলে প্রতিমাসে অন্তত তিন কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে তিতাস কর্তৃপক্ষের, যা গত এক যুগ ধরে প্রতিমাসে লোকসান দিতে হয়েছিল। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পাবে এবং গ্যাসের গতি বাড়বে।

এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।