ঝালকাঠিতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২

ঝালকাঠির নলছিটিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে রাজু মৃধা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত সোমবার বিকেলে খালাতো ভাইয়ের সঙ্গে খেলছিল শিশুটি। এসময় রাজু শিশুর সঙ্গে খেলতে থাকা খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠান।

এই সুযোগে শিশুটিকে মোবাইলফোনে অশ্লীল ভিডিও দেখান রাজু। এসময় শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীকালে শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রাজু টের পেয়ে শিশুটিকে পাঁচ টাকা দিয়ে দ্রুত পালিয়ে যান। বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে ঘটনা জানালে তিনি থানায় মামলা করেন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

আতিকুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।