বিজয় মাস
ফেরি করে দৈনিক ৫ হাজার টাকার পতাকা বিক্রি
চলছে বিজয়ের মাস। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এ দুটি দিবসকে সামনে রেখে ফেরি করে পতাকা বিক্রি করছেন ইউসুফ আলী (২৩)। দৈনিক ৫ হাজার টাকার পতাকা বিক্রি করছেন তিনি। দুদিন রাজবাড়ীতে থাকবেন তিনি।
ইউসুফ বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দাদপুরের বাসিন্দা। ঢাকা টঙ্গীতে ভাইয়ের বাসায় থাকেন। করোনাকালে টঙ্গী সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।
ইউসুফ বলেন, করোনাকালে পড়াশোনা বন্ধ হয়ে যায়। অর্থাভাবে আর শুরু করতে পারিনি। এখন বিভিন্ন জাতীয় দিবস বা দলীয় বড় বড় প্রোগ্রামে জাতীয় পতাকা ও দলীয় ব্যাজ বিক্রি করি। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রি করছি।

তিনি আরও বলেন, আমরা সাতজন ঢাকা থেকে রাজবাড়িতে এসেছি। ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকবো। জাতীয় পতাকা ও পতাকা সংবলিত মাথার ব্যান্ড আছে। দৈনিক ৫ হাজার টাকার পতাকা বিক্রি করছি। তবে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে অনেকেই আগে পতাকা কেনায় এবার বিক্রি একটু কম হচ্ছে।
ইউছুফ জানান, শুধু ফেরি করে না, পাইকারিও বিক্রি করি। নিজেদের হাতে তৈরি করায় পতাকাগুলোর মানও ভালো। ছোট কাঠি পতাকা ১০ টাকা, ছোট পতাকা ২০ টাকা, আড়াই ফুট সাইজের ৫০ টাকা, সাড়ে ৩ ফুট সাইজের ৮০ টাকা ও ৫ ফুট সাইজের ১০০-১২০ টাকায় বিক্রি করছেন। এছাড়া মাথার ব্যান্ড ১০ টাকা।
ক্রেতা ওয়াহিদুজ্জামান, সালাম ব্যাপারী, অনিক মন্ডল জানান, দেশের লাল-সবুজ পতাকা দেখলে নিজের মধ্যে শিহরণ জেগে ওঠে। সেই ভালোবাসার জায়গা থেকে দেশের পতাকা কেনেন। বিশেষ দিনগুলোতে দেশের পতাকা বহন করতে ভালো লাগে। পতাকা দেখে বাচ্চারও খুশি হয়। এখন অলিগলিতেও পতাকা বিক্রেতাদের দেখা মিলছে।
রুবেলুর রহমান/এসজে/জেআইএম