১৮ ডিসেম্বর স্বাধীন হয় সৈয়দপুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২২

১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও নীলফামারীর সৈয়দপুর পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় ১৮ ডিসেম্বর। অর্থাৎ দেশ স্বাধীনের দুইদিন পর স্বাধীন হয়েছিল সৈয়দপুর।

মুক্তিযুদ্ধের সময়কার সৈয়দপুরের চিত্র অন্য জনপদ থেকে আলাদা ছিল।এ অঞ্চলে অবাঙালি বেশি থাকায় ভাষাগত পার্থক্যর প্রভাবে বাঙালিদের ওপর বৈষম্য, শোষণ, নিপীড়ন ছিল অনেকটাই বেশি।

গোটা সৈয়দপুর শহর জল্লাদ খানায় রূপান্তর করেছিল পাকসেনা ও তাদের দোসররা। আর এই হত্যাকাণ্ড হতো খরচা খাতা অনুযায়ী, যেখানে লেখা হতো হত্যার হিসেব। সৈয়দপুরের হত্যাকাণ্ড চিহ্নিত এলাকাগুলোর মধ্যে গোলাহাট বধ্যভূমি, মুন্সিপাড়া বধ্যভূমি, ভাগার বধ্যভুমি,ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট উল্লেখযোগ্য।

ভারতের হিমকুমারী ক্যাম্প থেকে মিত্র বাহিনীসহ মুক্তিবাহিনী ও স্থানীয়রা প্রবেশ করলে অবশান ঘটে পাকবাহিনীর নির্মতার। সারাদেশে আত্মসমর্পণ করায় পাকসেনারা পিছু হটে এবং সৈয়দপুর বিমানবন্দরে ১৮ ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে পরাজয় মেনে নেয়।

বিজয়ের খবরে গ্রাম থেকে হাজার মানুষ শহরে এসে আনন্দ মিছিল করে। তৎকালীন পৌরসভার আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ায়। দেশ স্বাধীনের দুইদিন পর স্বাধীন হয় সৈয়দপুর।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।