কুতুবদিয়ায় বিদ্যুতের সরঞ্জামবাহী টাগবোটে ডাকাতি, ২ যুবক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২০ ডিসেম্বর ২০২২
ডাকাতির শিকার বিদ্যুৎ সরঞ্জামবাহী টাগবোট

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেলে বিদ্যুতের সরঞ্জামবাহী এমিট রোজানিয়া-০৭ নামক একটি টাগবোটে (সাহায্যকারী জলযান) ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর লুট হওয়া মালামালসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। ডাকাতির ঘটনায় টাগবোটের মাস্টার জিয়াবুল কবির বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা করেন।

গ্রেফতাররা হলেন- মগনামা পশ্চিমকুল জালিয়া পাড়া এলাকার আবু তৈয়বের ছেলে রায়হান (২০) এবং একই এলাকার আবু জাফরের ছেলে জাহেদুল ইসলাম (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দ্বীপ কুতুবদিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের জন্য সাগরের তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপন কাজ চলছে। ইন্দোনেশিয়ান কোম্পানি পিটি নাউটিক মেরিটাইম সালভেজ জাকার্তার লোকাল এজেন্ট মো. মহসিন সাব-মেরিন ক্যাবল স্থাপনের কাজে ব্যবহারের জন্য এমটি রোজানিয়া-০৭ নামে একটি টাগবোট ভাড়া করেন। সাগরের তলদেশে ক্যাবল স্থাপনের কাজ শুরুর জন্য বার্জ ডি.বি.কে. শিপ-০১ ও এমটি রোজানিয়া-০৭ টাগবোট কুতুবদিয়া চ্যানেলে পাশাপাশি অবস্থান করছিল।

১৭ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে পৃথক ট্রলারযোগে ২৫-৩০ জন অস্ত্রসহ এমটি টাগবোটে আসে। মাস্টার, লস্করসহ টাগবোটের আট কর্মীকে অস্ত্রের মুখে ইঞ্জিনিয়ার কক্ষে আটকে রাখা হয়। তাদের কাছে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় ডাকাতরা ডিজেলের ব্যারেল, ব্যাটারি, গ্যাস সিলিন্ডার, কন্ট্রোল ক্যাবল, ক্যাপ্টেন ব্রিজের ক্যাবলসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মামলার পর ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মতে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। দুজনকে জেলহাজাতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।