রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি সিপিবি-বাসদের


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

সারা দেশের মতো নারায়ণগঞ্জে রেলের বর্ধিত ভাড়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ জেলা সিপিবি ও বাসদের নেতারা। এসময় তারা অবিলম্বে রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহার, লুটপাট, দুর্নীতি বন্ধ এবং যাত্রীসেবার মান বাড়ানোর দাবি জানান।

শনিবার সিপিবি ও বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, লোকসানের কথা বলে রেলের সেবা না বাড়িয়ে ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া বাড়িয়ে নয় এ খাতকে যাত্রীবান্ধব করেই লোকসান কমানো সম্ভব। স্বাধীনতার পর থেকে জনসংখ্যা দ্বিগুন হয়েছে অথচ রেলপথ বাড়েনি। ভারতসহ সারা বিশ্বে রেল জনপ্রিয় হলেও বাংলাদেশে রেল উপেক্ষিত। বিশ্বব্যাংক আইএমএফ এডিবির পরামর্শে রেলের কর্মচারী ৬০ হাজার থেকে ছাঁটাই করে কমিয়ে আনা হয়েছে ২৭ হাজারে। কিন্তু কর্মকর্তার সংখ্যা দ্বিগুন করা হয়েছে। কর্মচারী সংকটে ১৬০টি রেলস্টেশন বন্ধ করা হয়েছে। বাংলাদেশে ৮০ লাখ টাকায় ট্রেনের বগি তৈরি সম্ভব হলেও ইন্দোনেশিয়া থেকে ৪ কোটি টাকা দিয়ে বগি কেনা হচ্ছে।

বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, সিপিবি নেতা শাহানারা বেগম, ইকবাল হোসেন, নূর ইসলাম, ছাত্র নেতা বেলাল হোসাইন, সজিব শরীফ প্রমুখ।

শাহাদাত হোসেন/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।