ঘরের ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো মা-মেয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দিতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫০) ও তার মেয়ে আলেছা খাতুন (৩৩)। আলেছা খাতুন হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঘরের মধ্যে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দিতে যান মেয়ে আলেছা খাতুন। বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় মেয়ে আলেছা বিদুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে মা জাহনারা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

কিছু সময় পরিবারের অন্য সদস্যরা তাদের বৈদ্যুতিক তারে আটকে আহত অবস্থায় দেখে উদ্ধার করেন। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবেক ইউপি সদস্য আরব আলী বিম্বাস বলেন, তার মেয়ে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বেড়াতে আসে।

দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, গোটা মহল্লা জুড়ে এক শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিকেলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।