নির্বাচনে অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা: মোস্তাফিজার রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সদ্য সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। যদি কেউ অনিয়ম করতে চান তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন। আমরা প্রস্তুত রয়েছে ও তীক্ষ্ণ দৃষ্টি রাখছি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বলেন, নগরীর ২২৯টি ভোটকেন্দ্রের কোথাও যদি অনিয়ম করার চেষ্টা হয় তাহলে জাতীয় পার্টি তাৎক্ষণিক অ্যাকশন নেবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ জন করে কর্মী থাকবে। তারা ভোটে অনিয়ম করতে আসা যে কোনো ধরনের অশুভ শক্তিকে প্রতিহত করবে।

jagonews24

তিনি বলেন, রংপুর ব্যতিক্রমী একটি জায়গা। এখানকার মানুষ যেমন ঠান্ডা তেমনি গরম। একবার গরম হলে তাদের থামানো যাবে না। আমি মনে করি এ ধরনের কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েই নির্বাচন পরিচালনা করবে।

গণসংযোগে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপি হলে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি।

তিনি বলেন, এ ভোটে অনিয়ম করার চেষ্টা করা হলে রংপুর আগ্নেয়গিরিতে পরিণত হবে। এ আগ্নেয়গিরির উত্তাপে সরকারের ভিত নড়ে যাবে।

jagonews24

ইয়াসির বলেন, এ ভোটে কারসাজি হলে আমরা রংপুরের মানুষ বিদ্রোহ-আন্দোলনে যাবো। তখন বিরোধীদলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি বসে থাকবে না। তারা কেন্দ্রীয়ভাবে আমাদের সিদ্ধান্ত দিয়েছে- কোনো ধরনের কারসাজি হলে এ সরকারের আমলে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করা হবে না।

এ সময় জাপার জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিতু কবীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।