অপহরণের পর ধর্ষণের অভিযোগে যুবক আটক
অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন রানা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিমের বাবা লংগদু থানায় এসে রানার বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি এজাহারে উল্লেখ করেন, ‘নাজমুল হোসেন রানা আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২১ ডিসেম্বর অপহরণ করে। সন্ধ্যার পর মেয়েকে না পেয়ে নানা স্থানে খোঁজাখুঁজির পর গুলশাখালীর আম বাগান থেকে তাকে উদ্ধার করি। পরে আমার মেয়ে জানায় তাকে ধর্ষণ করা হয়েছে।’
গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, আমার কাছে মেয়ের বাবা এলে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেই। ছেলেটা ট্রাক্টরের হেলপার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করেছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন জাগো নিউজকে বলেন, নাজমুল হোসেন রানার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সাইফুল উদ্দীন/জেডএইচ/