অবশেষে ময়লার ভাগাড় থেকে মুক্তি মিলছে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের পাশ থেকে দীর্ঘ ২০ বছর পর ময়লা অপসারণ শুরু হয়েছে। এসব ময়লা নেওয়া হচ্ছে খোয়াই নদীর তীরবর্তী পৌরসভার ডাম্পিং স্টেশনে। শুক্রবার থেকে এখানে ময়লা অপসারণ শুরু হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ইশরাত জাহান ময়লা অপসারণ কাজের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

পৌর কর্তৃপক্ষ জানায়, ২০০২ সালে আধুনিক স্টেডিয়ামের পাশে পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলা শুরু হয়। বছরের পর বছর ধরে ময়লা ফেলায় ওই এলাকা ভাগাড়ে পরিণত হয়। দুর্গন্ধে শহরের গুরুত্বপূর্ণ বাইপাস সড়কে চলাচল দুষ্কর হয়ে পড়ে। আধুনিক স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করাও অনেকটা অসম্ভব হয়ে পড়ে।

শুধু তাই নয়, পাশেই রয়েছে আধুনিক কিবরিয়া অডিটরিয়াম। এখানে দুর্গন্ধের কারণে কোনো অনুষ্ঠানেরও আয়োজন করা সম্ভব হয়নি। আছে জেলার দু’টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজ ও দি রোজেস কিন্ডার গার্টেন স্কুল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও আনসার ভিডিপি কার্যালয়। ভাগাড়টি এগুলোতেও দুর্গন্ধ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে শহরবাসী আবর্জনা অপসারণের দাবি জানিয়ে আসছেন। অবশেষে জেলা ও পৌর প্রশাসন ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করে।

moila2

স্থানীয়রা জানান, নির্দিষ্ট স্থান না থাকায় দীর্ঘ ২০ বছর ধরে বাইপাস সড়কের দু’পাশে আবর্জনা ফেলে আসছিল হবিগঞ্জ পৌরসভা। এতে দুর্ভোগ পোহাচ্ছিলেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে আধুনিক স্টেডিয়ামে আসা খেলোয়াড়রাও অতিষ্ঠ ছিলেন এর দুর্গন্ধে। অবশেষে ময়লা অপসারণ শুরু হয়েছে। এতে শহরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আপাতত একটি জায়গা বন্দোবস্ত নিয়ে যেন ময়লা ফেলা যায় সেভাবে ব্যবস্থা করা হয়েছে। এটি দীর্ঘদিনের আবর্জনা। বছরের পর বছর এখানে ময়লা ফেলা হয়েছে। ময়লা মাটি নষ্ট করছে, পানি নষ্ট করছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। আমরা হবিগঞ্জবাসীর এ দুঃখ লাঘব করতে পেরে অত্যন্ত আনন্দিত।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, প্রায় ২০ মাস হয়েছে আমি পৌরসভার মেয়রের দায়িত্ব পেয়েছি। শুরু থেকেই ময়লা অপসারণের চেষ্টা করে আসছি। অবশেষে এসব ময়লা-আবর্জনা অপসারণের মধ্য দিয়ে শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।