সম্মেলনে যোগ দিতে ঢাকায় মেয়র প্রার্থী ডালিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ঢাকায় অবস্থান করছেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে তিনি ঢাকা যান।

রংপুর মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলের মধ্যে তিনি রংপুরে ফিরে গণসংযোগে অংশ নেবেন বলেও জানান ওই নেতা।

ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া মুঠোফোনে জাগো নিউজকে বলেন, সম্মেলনে যোগ দিতে ঢাকায় অবস্থান করছি। আজ বিকেলের মধ্যে রংপুর ফিরে সন্ধ্যায় গণসংযোগে অংশ নেব। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলেও জানান।

৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হয় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম ভোটের মাঠ, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এবার মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম রংপুর সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দুই লাখ ১২ হাজার ৩০২ পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এবার মেয়র পদে ৯ জনসহ সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

জিতু কবীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।