সিরাজগঞ্জে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তিনদিনের আঞ্চলিক ইজতেমা। রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইজতেমার মোনাজাত শুরু হয়। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।

সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম এলাকার যমুনা নদীর তীরে প্রায় ২০ একর জায়গা জুড়ে এ ইজতেমা শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুরু হয়। জেলা তাবলিগ জামাত এ ইজতেমার আয়োজন করে। এতে জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লি স্বেচ্ছাশ্রমে ইজতেমাস্থল প্রস্তুত করেন।

এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই লাখো মুসল্লি ইজতেমা মাঠসহ আশপাশ এলাকায় উপস্থিত হন। জেলার নয়টি উপজেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও মুসল্লিরা ইজতেমা মাঠে হাজির হন।

এসময় ‘আমিন, আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের স্থান মুখরিত হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথি ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জাগো নিউজকে বলেন, সুন্দর পরিবেশে তিনদিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।