সিরাজগঞ্জে থ্রি-হুইলার বন্ধে তিনমাসে ৬৪২ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জের চারটি মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে গত তিন মাসে ৬৪২ মামলা করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মহাসড়কে থ্রি-হুইলার না ওঠার জন্য প্রতিনিয়ত এ অভিযান চলছে।

এছাড়া মহাসড়কে সরকার নিষিদ্ধ যানবাহনসহ মোটরসাইকেল লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা ও জরিমানা আদায় করছে হাইওয়ে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবরে ১৯০টি, নভেম্বরে ২৫০টি ও ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত ২০২টি থ্রি-হুইলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন তারা। এতে মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল কমেছে।

সিরাজগঞ্জে থ্রি-হুইলার বন্ধে তিনমাসে ৬৪২ মামলা

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জাগো নিউজকে বলেন, সড়কে দুর্ঘটনা রোধে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ অবৈধ যানচলাচল বন্ধে হাইওয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে হাইওয়ে পুলিশ বেশি কাজ করছে।

এছাড়া গত তিনমাসে ৬৪২টি থ্রি-হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে ১৬ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।