রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি রুবেল, সম্পাদক আনোয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

রাঙ্গামাটি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বকোণের রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতি ও দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

এরআগে সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা। এতে ক্লাবের সদস্যরা অংশ নেন।

ইউএনবি প্রতিনিধি অলি আহম্মদ সহ-সভাপতি, প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমা যুগ্ম-সম্পাদক, এটিএন বাংলার পুলক চক্রবর্তী কোষাধ্যক্ষ, চ্যানেল আইয়ের মনসুর আহম্মেদ দপ্তর সম্পাদক, বাংলানিউজের মঈনুদ্দীন বাপ্পী সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এবং দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, দৈনিক ইনকিলাম প্রতিনিধি সৈয়দ মাহবুব ও দৈনিক রাঙ্গামাটি প্রতিনিধি আলমগীর মানিক সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ২৬ সদস্য ভোট দেন। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

নির্বাচনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম ও রাঙ্গামাটি পাবলিক কলেজের শিক্ষক আদনান পাশা সুজা।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।